নিখিল কর্মকার, নদীয়াঃ সোমবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার অফিসার ইনচার্জ একটি বালির লরি আটক করেন। আটক হওয়া লরিটির বালির মধ্যে থেকে বেরিয়ে আসে চার হাজার বোতল ফেনসিডিল। পরে ভীমপুর থানার পুলিশ আটক করে লরির চালক ও তাঁর সহকারীকে মঙ্গলবার কৃষ্ণনগর কোর্টে তোলা হবে বলে জানা যায়।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …