নিখিল কর্মকার, নদীয়াঃ বাজ পড়ে মৃত্যু হল এক চাষীর ঘটনাটি শান্তিপুর ব্লকের বাথানগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর তিনটে নাগাদ চাষের জমিতে কাজ করছিল ওই চাষী কার্তিক দেবনাথ হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরেও ঠিক তখনই বজ্রপাত হয়ে বাজ পড়ে এবং চাষের জমিতে মৃত্যু হয় ওই চাষির। বৃষ্টিপাত থেমে গেলে পরিবারের লোক জনেরা চাষের জমিতে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে আছে ওই চাষী। এরপর চিকিৎসার জন্য পরিবারের লোকজন নিয়ে যায় শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতাল পাঠায়।
Check Also
৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস
টুডে নিউজ সার্ভিসঃ মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …
Social