Breaking News

বাঁকোলা থেকে মাদকসহ গ্রেফতার ১

সুপ্রিয় পরামানিক, অন্ডালঃ খনি অঞ্চলে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে দিন দিন। কিছুদিন আগেই অন্ডালের এক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সমেত গ্রেফতার  করে অন্ডাল থানার পুলিশ। কিন্তু তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মাদকপাচার করাকালীন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ উদ্ধার হয়েছে তাদের থেকে মাদকদ্রব্যও । শনিবার রাতে অন্ডালের উখরা ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা গোপন সূত্রে খবর পেয়ে প্রায় রাত্রি ১২ টার সময়   অন্ডালের  বাঁকোলা শ্মশান এলাকা থেকে  মাদকসহ পাকড়াও  করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রের খবর ওই পাচারকারীর থেকে ২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

  জানা গেছে ব্যক্তিটি বীরভূমের কাঁকরতলা থানা এলাকার। মাদক পাচারকারী ব্যক্তির নাম শেখ বদরুদ্দিন। আটক করা হয়েছে তার মোটরবাইকটিও। গ্রেপ্তার ব্যক্তিটিকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ মহামান্য আদালতের কাছে  দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করতে পারে বলে প্রশাসন সূত্রের খবর। ওই ব্যক্তির সঙ্গে এই মাদক পাচার কাণ্ডে কারা কারা জড়িত আছে? কোথায় মাদক পাচার করা হতো? এসব বিষয় খোঁজখবর নিতেই পুলিশি হেফাজতের আবেদন  ।

About Burdwan Today

Check Also

বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *