Breaking News

বর্ধমান মুক্ত মন স্পিডের উদ্যোগে আটদিনের রক্তদান শিবির


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ
গ্রীষ্মের দাবদাহ তার সঙ্গে অতিমারি করোনার ফলে ব্যাপক রক্ত সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালগুলিতে মুমূর্ষ রোগীকে চাহিদামত রক্ত দিতে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন হাসপাতালগুলিকে এই সংকটকালে। বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আট দিনব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার থেকে।এদিন বর্ধমান মুক্ত মন স্পিড রক্তদান শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ সহ সংস্থার অন্যান্য সদস্যরা। 

অমিত কুমার গুহ বলেন, এই সংকটকালে স্পিড-এর পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় তিনি আরও বলেন এই সংস্থা সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে স্পিড-এর কর্ণধার তাপস বলেন, স্পিড-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই মতন এবার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন ৮ দিনব্যাপী চলবে এই রক্তদান শিবির প্রতিদিন ৫০ জনের রক্ত বিভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন নারীদের পক্ষ থেকে আগামী ৪ তারিখ রক্ত দানের ব্যবস্থা করা হয়েছে।

About Burdwan Today

Check Also

মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *