Breaking News

বর্ধমান জেলায় গঠিত হলো ট‍্যুরিস্ট বাস মালিকদের অ্যাসোসিয়েশন

 টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা আবহে মধ্যে এক বছরের বেশি সময় ব্যবসা বন্ধ থাকায় বড় ক্ষতির মুখে পরেছে ট‍্যুরিস্ট বাস ব্যবসা। সেই ক্ষতি থেকে কি ভাবে উদ্ধার হওয়া যায় তা নিয়ে বৈঠক করল বর্ধমান ট‍্যুরিস্ট বাস সংগঠন গুলো। বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডে শুক্রবার বৈঠকটি হয়। এদিনের এই বৈঠক থেকে গঠিত হলো বাস মালিকদের অ্যাসোসিয়েশন। করোনা আবহে আংশিক লকডাউন শুরু করে কেন্দ্র ও রাজ্যে সরকার, সেই নিয়ম মেনে ট‍্যুরিস্ট বাস মালিকরা ব্যবসা বন্ধ রাখা হয়েছে। এতে বছরের ট্যাক্স, ইন্সুরেন্স সহ মাসিক কিস্তি থেকে সুরাহা মেলেনি। উল্টো দিকে করোনা আবহে মাসের পর মাস বন্ধ ট‍্যুরিস্ট ব্যবসা। তাতে চরম ক্ষতির মুখে পরেছে বাস মালিকরা। তাই তারা ঠিক করেছেন তাদের বিভিন্ন দাবী নিয়ে কেন্দ্র ও রাজ্যে সরকারের কাছে ডেপুটেশন দেওয়া হবে, যাতে কিছুটা সুরাহা পাওয়া যায় বলে জানিয়েছেন সংগঠন কর্তৃপক্ষ।

 বাস মালিক তুহিন নায়েক জানান, করোনা আবহের জেরে গত বছর মার্চ থেকে ট‍্যুরিস্ট ব্যবসা বন্ধ হয়ে পরে আছে। ব্যবসা বন্ধ থাকলেও মোটা টাকার সরকারি ট্যাক্স, ইন্সুইরেন্স দিতে হচ্ছে। সেই সাথে এই ব্যবসার জন্য বেসরকারি লোন সংস্থার থেকে নেওয়া লোনের মাসিক কিস্তি টাকাও দিতে হচ্ছে। কোন কিছুতেই ছাড় না পাওয়ায় মোটা টাকার ক্ষতি হচ্ছে। এই রকম ভাবে চললে ট্যুরিস্ট ব্যবসা বন্ধ করে বাস বিক্রি করে দিতে হবে আমাদের। ক্ষতি থেকে বাঁচতে সরকারি সহায়তার আবেদন জানানো হচ্ছে।

About Burdwan Today

Check Also

রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনার রামমোহন রায় ছাত্রী নিবাসে মঙ্গলবার উন্মোচন হলো রাজা রামমোহন রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *