Breaking News

বর্ধমানে কোভিড ফিল্ড হাসপাতালের শুভ উদ্বোধন


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ
বর্ধমান পৌরসভার সহযোগিতায় বর্ধমান পৌরসভার প্রান্তিক অনুষ্ঠান বাড়িতে কোভিড কেয়ার নেটওয়ার্ক ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠন যৌথ উদ‍্যোগে বুধবার উদ্বোধন হলো ২০টি বেডের এই কোভিড কেয়ার নেটওয়ার্ক প্রাইমারী কেরি কোভিড ফিল্ড হাসপাতাল । 

২৪ ঘন্টায় মানুষের পরিষেবায় নিয়োজিত থাকবে এই হাসপাতাল। এদিন এই হাসপাতালের ফিতে কেটে শুভ উদ্ধোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ, ড. পার্থসারথি মুখার্জি  সহ বর্ধমান সিএমএস স্কুলের প্রাক্তনী, বর্ধমান রান্নার পাঠশালা সহ বর্ধমান শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস‍্যরাও। সংগীতের মধ‍্যে দিয়ে এই হসপিটালের শুভ উদ্বোধন হল বুধবার।

 ইতিমধ্যে এই হাসপাতালের মহিলা পুরুষ ১০জন দিবারাত্র মানুষের পরিষেবায় নিয়োজিত থাকবে। সূত্রের খবর, পরবর্তী সময় আরও পরিষেবা দেওয়ার জন‍্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে বলে জানা যায় ।

About Burdwan Today

Check Also

জ্বালানি গুলে পা দেওয়ায় অপমান! আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির পড়ুয়া

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ আর সপ্তম শ্রেণীতে ওঠা হলো না! ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *