টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হলো। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার প্রায় সর্বত্র বজ্র-বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। জেলায় বাজ পড়ে মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের ন’পাড়া গ্রামের সঞ্জয় প্রামানিক (২৯), খন্ডঘোষ ব্লকের কুঞ্জনগর গ্রামের মুন্সী সরিফুদ্দিন (১৮) ও কাটোয়া ২ নম্বর ব্লকের নন্দীগ্রামের একাদি ব্যানার্জী। বুধবার পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স হলে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধাড়া, জেলা শাসক প্রিয়াঙ্কা সিঙলা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনির্বান কোলে, বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ অন্যান্যরা।
Check Also
৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস
টুডে নিউজ সার্ভিসঃ মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …
Social