নিখিল কর্মকার, নদীয়াঃ কোনো রকমে সংসার চালাতে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করে মাছ বিক্রেতা, ধার করে মাছ কিনে মাছের টাকা না দেওয়ায় চাইতে গেলে মাছ বিক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি শান্তিপুর ব্লকের গবার চর মাঝের পাড়া এলাকায় অভিযোগ ওই এলাকার যুবক সজল বিশ্বাস মাছ বিক্রেতা শান্ত বিশ্বাসে কাছ থেকে বেশ কয়েকদিন ধরেই ধারে মাছ কিনছিলেন। এদিন ওই এলাকায় মাছ বিক্রি করতে যাওয়ার সময় সজল বিশ্বাস-এর কাছে ধারের টাকা চায় মাছ বিক্রেতা সন্তু বিশ্বাস। ধারের টাকা চাওয়াতে প্রথমে কথাকাটাকাটি হয় দুজনের মধ্যে এরপর হঠাৎই বাড়ি থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই মাছ বিক্রেতাকে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শান্তিপুর থানায় ছুটে আসে ওই মাছ বিক্রেতা এবং শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Check Also
তিন মাসের শিশুকে খুন করে নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে
জোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় তিন মাসের শিশুকে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই …
Social