টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। সে বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এলাকার লোক জানত সে পুলিশ অফিসার। এলাকার এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয়ও দেখায় সে। যদিও অন্য প্রতিবেশীরা জানায় সে ভালো লোক হিসেবে পরিচিত। এলাকার পুরপ্রতিনিধিও জানায় সে খুবই ভালো লোক।
ভুয়ো আইপিএস অফিসার রাজশ্রী ভট্টাচার্য দক্ষিণেশ্বর অদ্যাপটি মন্দিরের নিকট এক আবাসনে প্রায়শই আসত। রাতের বেলা ওই আবাসনে নীল বাতি গাড়ি নিয়ে আসত বলে জানা যায় এবং বেশ কিছুক্ষন সময় কাটিয়ে তিনি চলে যেতেন।
বিস্তারিত আসছে…
Social