তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বড়ঞায় ফের পরপর দুটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বড়ঞা থানার মোহরা কান্দি গ্রামের ঐতিহ্যবাহী কালীমন্দিরে তালা ভেঙ্গে চুরি করে মূর্তিতে থাকা সমস্ত সোনা ও চান্দির অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অপরদিকে ওই গ্রামেরই অপর এক শিব মন্দিরেও তালা ভেঙে চুরি যায় মূর্তির সঙ্গে থাকা বেশ কিছু অলংকার। স্থানীয়রা জানিয়েছেন গতকাল রাত্রে দুষ্কৃতীরা এঘটনা ঘটিয়েছে তবে কারোর নজরে এখনও পর্যন্ত পড়েনি কে বা কারা এ ঘটনায় যুক্ত যদিও সম্পূর্ণ ঘটনার কথা বড়ঞায় থানায় জানানোর পর পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে তবে একের পর এক চুরির ঘটনার পর এবার আবারও বরোয়াতে রাতের অন্ধকারে দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
Check Also
বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …
Social