সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ কয়লা কাণ্ডে ধৃত জয়দেব মণ্ডল অর্থাৎ লালা ঘনিষ্ঠ জয়দেব মণ্ডলকে ফের শুক্রবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল। উল্লেখ্য যে, গত সোমবার সিবিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনুপ মাঝি অর্থাৎ লালা ঘনিষ্ঠ ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন নারায়ণ নন্দা, গুরুপদ মাজি, নীরদ মণ্ডল ও জয়দেব মণ্ডল। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসানসোল সিবিআই আদালতে আনা হয় কয়লা কান্ডে জড়িত এই ৪ কুখ্যাত কয়লা মাফিয়াদের।
শুক্রবার ফের আদালতে তোলা হয় এই জয়দেব মণ্ডলকে। বাকি তিন জনের ৪ তারিখ পর্যন্ত জেল হেফাজত নির্দেশ তারপর তাদেরকেও ৪ তারিখ আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে খবর।
Social