সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ আসানসোল উত্তর ধাদকার বোরিং পাড়ায় প্রবল বর্ষণের জেরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। পাশাপাশি এই ঘটনায় মহিলা ও এক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। জানা গিয়েছে এদিন আসানসোল জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। এই বর্ষণের মধ্যে আসানসোল উত্তর থানার উত্তর ধাদকার বোরিং পাড়ায় মাটির দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় এক মহিলা সহ দুই শিশু আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৭ বছরের নিখিল বাস্কে-কে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত এক মহিলা ও আরেক শিশুকন্যাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সরেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Social