নিখিল কর্মকার, নদীয়াঃ প্রবল বর্ষণের জেরে আংশিকভাবে ধসে পড়া বিপজ্জনক একটি দোতলা বাড়িকে চিহ্নিত করে ভেঙে দিলো নবদ্বীপ পৌরসভা। কয়েকদিন দিন ব্যাপী চলতে থাকা নিম্নচাপের ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে সারা রাজ্যে। যার প্রভাবে বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের ফলে নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম এলাকা পোড়ামা তলা রোডে একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। বিষয়টি দেখার পর স্থানীয় পুরো প্রশাসনকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।
পথচলতি মানুষজনদের সুরক্ষার তাগিদে খবর পাওয়া মাত্রই বাড়িটি ভেঙে ফেলতে উদ্যোগ নিতে দেখা যায় পৌরসভাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার প্রাক্তন উপ পৌরপতি শচীন্দ্র বসাক সহ পৌরসভার প্রতিনিধিগন সহ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মীরা ও নবদ্বীপ থানার পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় জেসিবি মেশিন। পরে বাড়িটিকে ভেঙে বিপদ মুক্ত করা হয় জনবহুল ব্যস্ততম ওই এলাকাটিকে।
Social