বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শুক্রবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফলাফল। এ বছর রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করলো শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মন্ডল। নদীয়ার শান্তিপুর তেলিপাড়া মনসাতলার বাসিন্দা মন্ডলের একমাত্র সন্তান ব্রতীন। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় হয়, উচ্চমাধ্যমিকে ৪২০। ব্রতীনের বাবা এবং মা পেশায় স্কুল শিক্ষক। বরাবরই ব্রতীন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। মাধ্যমিকের চূড়ান্ত সাফল্যের পর উচ্চমাধ্যমিকের ফলাফল ছিল নজরকাড়া। স্কুলের শিক্ষকরা অন্য চোখে দেখত।
এর পাশাপাশি পরিবারের আশা ছিল প্রত্যেকটি পরীক্ষাতেই উল্লেখযোগ্য স্থান গ্রহণ করবে। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তেও সাফল্য নিয়ে এসেছে ব্রতীন-এর। শুধু মাত্র শান্তিপুর নয় নদীয়া জেলার গর্ব হিসেবেই দেখছে ব্রতীন-কে। খবর জানাজানি হতেই উল্লাসে ভেসে পড়ে শান্তিপুরবাসি এবং ব্রতীন-এর পরিবার। এর পাশাপাশি উচ্ছ্বসিত হয়ে পড়ে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, তারা জানত ব্রতীন ভালো ফলাফল করবে এটা নিশ্চিত। বর্তমানে ব্রতীন এবং তার মা-বাবা কলকাতার বাড়িতে রয়েছে।
Social