টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভায় পৌর প্রশাসক মন্ডলীতে আইনুল হকের নাম ঘোষণা হওয়ার পরই ফের বিক্ষোভ শুরু বর্ধমান পৌরসভায়। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে ফের বুধবার বর্ধমান পৌরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীরা। তাদের দাবি সাঁইবাড়ি হত্যাকান্ডের আসামি আইনুল হককে মানছি না মানবো না। এই দাবিতে চলে স্লোগান দিতে থাকে কর্মীরা, চলে বিক্ষোভ।
এদিন আব্দুল রব বলেন, যখন আইনুল হক বামফ্রন্ট কালে পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন তখন এই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারন মানুষের উপর অত্যাচার করেছে। এছাড়াও মহিলাদের সঙ্গে দুরব্যবহার করা হয়েছে বলে জানান তিনি । অবশেষে এদিন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস ঘটনাস্থলে এসে বিক্ষোভকারিদের কথা শোনে তারপর তারা বিক্ষোভ তোলে। এদিন ঘটনাস্থললে হাজির হয় জেলা পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ ঘটনাস্থলে নামে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এদিন বিক্ষোভকারীদের কথা শুনে বিধায়ক খোকন দাস বলেন, কর্মীদের কি দাবি দাওয়া আছে সেটা আমি শুনলাম এটা আমি উচ্চ নেতৃত্বর কাছে জানাবো। তারা যেটা ভালো বুঝবে করবে ।
Social