পৌরসভায় ৫ সদস্যের কমিটি নিয়ে গঠিত নয়া প্রশাসক মন্ডলী

Burdwan Today
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ   পাঁচ সদস্যের কমিটি নিয়ে গঠিত হল বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলী । প্রশাসক হলেন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রনব চ‍্যাটার্জী। কমিটিতে স্থান পেলেন বাম আমলে বর্ধমান পৌরসভার  প্রাক্তন চেয়ারম্যান  আইনুল হক। একসময় বর্ধমান পৌরসভায় পৌরপতি পদে দীর্ঘসময় দায়িত্বে ছিলেন তিনি। তারপর দলবদল করে তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। প্রসাশকের দায়িত্ব পেয়েছেন প্রনব চ‍্যাটার্জী, সহ প্রশাসক মন্ডলীতে স্থান পেয়েছেন আলপনা হালদার ও আইনুল হক, প্রশাসক বোর্ডের সদস্য হয়েছেন ডাঃ শঙ্খশুভ্র ঘোষ ও ঊমা সাঁই। 

    এদিন তাদের শুভেচ্ছা জানাতে শহর তৃনমূল কংগ্রেসের কর্মীরা আসেন বর্ধমান পৌরসভায়। এছাড়াও ফুলের তোড়া দিয়ে তাদের সংবর্ধনা জানান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার ,শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস। 

    প্রসাশক পদে দায়িত্ব পাওয়ার পর প্রনব চ‍্যাটার্জী জানান, ৫০ বছর আগে আমি এখানে পৌরসভায় ছিলাম নতুন করে কিছু বলার নেই। সবে দায়িত্ব পেয়েছি,  সব জায়গা ঘুরে কাজ বুঝে যা বলার বলবো।

    আইনুল হক বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করেন, আমরাও মানুষকে সাথে নিয়ে তাদের পরামর্শ মত বর্ধমানে উন্নয়নের কাজ করবো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *