Breaking News

পালিত হল মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী

 

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ শনিবার ২ অক্টোবর৷ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী৷ ভারত মাতার সন্তান হলেও তাঁর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ দর্শনের জন্য গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন এই মহান পুরুষ৷

১৮৬৯ সালের এই দিনে ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন অহিংস নীতির প্রতিমূর্তি মহাত্মা গান্ধী৷ ভক্তরা ‘মহাত্মা’ এবং ‘বাপু’ এই দুই নামে ডাকতেন মহান গুরু গান্ধীকে৷ তবে সরকারিভাবে তাঁকে ‘জাতির জনক’ খেতাব প্রদান করা হয়৷ তাঁর জন্ম দিন হিসেবে প্রতি বছর এই দিনে ভারতবাসী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গান্ধী জয়ন্তী’ পালন করে৷ সরকারিভাবে দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়৷ সারাবিশ্বে দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে৷

শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনটি কাটোয়া ২নং ব্লকের সভাকক্ষে পালিত হল। এদিন উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন মণ্ডল, যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার সহ কাটোয়া ২ নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। সংগীত, আবৃত্তি, বক্তব্যের মাধ্যমে দিনটি পালিত হয়।

About Burdwan Today

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *