বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ পাটকাঠি রাখাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে আঙ্গুল কেটে দেয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের প্রধানের স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরি ডাঙ্গা এলাকায়।
অভিযোগ সন্ধ্যা নাগাদ ওই এলাকার বাসিন্দা ষাট ঊর্ধ্ব মাফুজা বিবির বাড়ির সামনে পাটকাঠি রাখতে গিয়েছিলেন চার পাঁচ জন ব্যক্তি। এরপর এই পাটকাঠি রাখতে নিষেধ করেন মাফুজা বিবি, নিষেধ করাতেই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ এরপর এই একদল দুষ্কৃতী ঘটনাস্থলে জড়ো হয় এবং মাফুজা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ মারে। অভিযোগ ঘটনাস্থলে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী আমিরুল ইসলাম উপস্থিত ছিল, ঘটনাস্থল থেকে মাফুজা বিবিকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন মাফুজা বিবি, আহত মাফুজা বিবির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। পুরো ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মাফুজা বিবির পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান শাকিলা বিবি ও তার স্বামী আমিরুল ইসলাম কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।
Social