নিখিল কর্মকার, নদীয়াঃ পরিবারে ৫ জন সদস্য তার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ হওয়ায় আত্মঘাতী বাড়ির কর্তা পলান বিশ্বাস (৬৮)। তিনি পেশায় কৃষি কাজ করতেন। পরিবারের ৪ জন সদস্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়ে গোটা পরিবার। সেই কারণেই আর্থিক অনটন দেখা দেয় সংসারে আর তার জেরেই আত্মঘাতী এমনটাই দাবি প্রতিবেশীদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত পোলতা জয়নগর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এই শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social