রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় একই রাতে পরপর তিনটি দোকানে চুরি। বুধবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত্রে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিকরা। এরপর বুধবার সকালে দোকান খুলতে এসে চোখে পড়ে তিনটি দোকানেরই তালা ভেঙ্গে চুরি গেছে সর্বস্ব। চুরি যাওয়া দোকানের মধ্যে একটি মোবাইলের দোকান এবং দুটি মুদিখানার দোকান রয়েছে। তিনটি দোকানই ৫১২ নং জাতীয় সড়কের সংলগ্ন। ডিটলহাট মোড়ে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকলেও, কিভাবে পর পর তিনটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হলো তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষুব্ধ বাসিন্দারা চাইছেন অবিলম্বে চোরদের গ্রেপ্তার করা হোক। প্রাথমিকভাবে এলাকার বহু মানুষ মনে করছেন বেশ কিছুদিন ধরেই ডিটলহাট সংলগ্ন এলাকায় নেশাখোরদের উপদ্রব বেড়ে যাওয়ায় বারবার চুরির ঘটনা ঘটছে।