টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে গুরুতর আহত ১। আহত ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের খালবিল মাঠ এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি কয়েকদিন ধরে নির্মাণ হচ্ছিল। নির্মীয়মান অংশের বিম ঢালাই হওয়ার চারদিনের মধ্যে বিমের সাপটে থাকা বাঁশ সরিয়ে নেওয়া হয়। এর ফলে শনিবার ওই অংশটি হঠাৎই ভেঙে পরে। সেই সময় ওই বাড়ির নিচে এক বাইক আরোহী দাঁড়িয়েছিল। ওই বিমের অংশ দাঁড়িয়ে থাকা বাইক আরোহীর উপর পরে। এর ফলে গুরুতর আহত হন বাইক আরোহী, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাইকটিও।
Social