টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ নাসিংহোম ও কোভিড চিকিৎসার জন্য রোগির পরিবারদের কাছ থেকে অত্যাধিক টাকা নেওয়ার নাসিংহোম গুলোর বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিনের নব নির্বাচিত তৃনমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস। এদিন সোমবার পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়কে চিঠি দেন বিধায়ক খোকন দাস ।যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বর্ধমান শহরে বিভিন্ন নাসিংহোম গুলো সেদিকে নজর দিতে বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকে। এদিন বিধায়ক মুখ্য স্ব্যাস্থ আধিকারিক প্রণব রায়কে বলেন, অবিলম্বে নাসিংহোম গুলোর মালিকদের নিয়ে বৈঠক করা হোক। নাহলে দুঃস্থ গ্ৰামের মানুষরা করোনা চিকিৎসার জন্য ঘটি বাটি বিক্রি হয়ে যাবে। তিনি আরও বলেন করোনা পজেটিভ না হলে করোনা পজেটিভ বলে অর্থ উপার্জন করছে এইসমস্ত নাসিংহোমগুলো।
Check Also
মন্তেশ্বরে কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকবরনগর তরুণ সংঘ
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জেলা ও জেলার বাইরের আটটি দল নিয়ে একদিনের কবাডি প্রতিযোগিতা আয়োজিত হল …
Social