দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বড়োসড়ো নাশকতা এড়াতে এবং দুর্ঘটনা এড়াতে কোতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে দিনভর গাড়ির গতি বেগ এবং বৈধ কাগজপত্র আছে কিনা তা দেখতে শুরু করলো। কোতুলপুর থানার পুলিশ এবং বিষ্ণুপুর ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বুধবার চেক পোস্টে দিনভর তল্লাশি চালানো হয়। যাদের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির গতি বেগ বেশি এবং নাম্বার প্লেট ঠিকঠাক লাগানো নেই তাদেরকে ধরে কেস দেওয়া হয়।
এতে যেমন কিছুটা হলেও দুর্ঘটনা কমবে তার পাশাপাশি নাশকতা কমবে বলেই মনে করছে বুদ্ধিজীবি মহল। বেশ কিছুদিন যাবৎ চুরির মাত্রা বেড়েছে তাই কোতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে এই স্পিড চেকিং এবং কাগজপত্র চেকিং শুরু করা হয়েছে।
Social