টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান সদর ২ ব্লকের শক্তিগড় থানার উদ্যোগে এবং বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় নারী সুরক্ষা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার কিশোর সংঘ মঞ্চে। উপস্থিত ছিলেন শক্তিগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। এছারাও উপস্থিত ছিলেন বর্ধমান সদর ২ ব্লক উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার সহ অনান্য প্রশাসনিক কর্তারা বিভিন্ন জায়গা থেকে মহিলারা তারা এসে উপস্থিত হয়েছিলেন এই আলোচনা সভায়। বড়শুল সহ পাশ্ববর্তী এলাকার বিভিন্ন মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নারীদের সুরক্ষা নারীদের সচেতনতা পাশাপাশি বাল্য বিবাহ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয় এদিনের আলোচনা সভায়। এদিন বিভিন্ন জায়গা থেকে আগত মহিলারা তারাও তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে। জনজীবনে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে মহিলাদের বিভিন্ন সমস্যার মুখে পরতে হয় এই সমস্যা সমাধানের জন্য তারা কোথায় যাবেন, প্রশাসনিক তরফ থেকে কি সহযোগিতা পাওয়া যেতে পারে সমস্ত বিষয় নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেন। প্রশাসনিক কর্তারা তারাও উত্তর দেন এই সমস্ত বিষয় সম্পর্কে।
Social