ঝিলিক দাস, বীরভূমঃ সিউড়ি থানার অন্তর্গত নদরিয়া গ্রামে নাবালক নাবালিকার বিয়ে বন্ধ হল প্রশাসন এবং চাইল্ড লাইন উদ্যোগে । বীরভূমে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহের প্রচলন আছে। তবে লকডাউনের পর থেকে বিয়ের প্রবণতা যেন বেড়েই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে বারংবার সচেতন করা হলেও বিশেষ করে গ্রামাঞ্চলে লোকজন এই বিষয়ে কর্ণপাত করেছেনাই বলা চলে। সিউড়ি থানার অন্তর্গত নদরিয়া গ্রাম একজন ১৬ বছরের নাবালক নাবালিকা বিয়ে করে।
সূত্র মারফত খবর পেয়ে চাইল্ড লাইনের পক্ষ থেকে সেই নাবালকের বাড়ি গিয়ে নাবালক নাবালিকাকে এই বিয়ে আইনের বিপক্ষে সেটা বোঝানো হয়। কোন মেয়ে ১৮ বছরের আগে এবং কোন ছেলে ২১ বছরের আগে বিয়ে করলে তা আইনের চোখে বিয়ে বলে গণ্য নয়। তাই তারা যেন ১৮ এবং ২১ হওয়ার পরেই বিয়ে করে সেটাই তাদের বোঝানো হয় এবং মুচলেকা তেও সই করে নিয়ে আসা হয়।এর আগেও প্রশাসন উদ্যোগ নিয়ে বহু বাল্যবিবাহ আটকেছে। ভবিষ্যতেও চাইল্ড লাইনের পক্ষ থেকে বাল্যবিবাহ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার জোরকদমে শুরু হবে বলে জানায় চাইল্ড লাইন কর্তৃপক্ষ।
Social