দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে যখন বিভিন্ন সাংস্কৃতিক কর্ম ক্রিয়া বন্ধ, বন্ধ সিনেমা হল, ঠিক তেমনই বন্ধ রয়েছে যাত্রা শিল্পও। কাজ হারিয়েছেন অনেক শিল্পী, বেছে নিয়েছেন অন্য পেশা। কোভিড একটু নিয়ন্ত্রণে আসতেই রাজ্য সরকারের অনুমোদনে নতুন করে রিহার্সালে মজেছেন যাত্রা শিল্পীরা। এদিন বাঁকুড়া নবনাট্যায়ন যাত্রা সংস্থার নতুন প্রযোজনা “সংসার আজ খেলাঘর” যাত্রাপালার রিহার্সাল শুরু হলো বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের নিকটস্থ একটি হলে। মূলত সমাজ-সংসারের বাস্তব চিত্রকেই তুলে ধরা হবে এই যাত্রাপালায়, পাশাপাশি রইবে সমাজ সচেতনতার বার্তাও। নির্দেশনায় রয়েছেন চিৎপুরের বিখ্যাত অভিনেতা ও নির্দেশক রোমিও চৌধুরী। পালা রচনায় রয়েছেন তরুণ নাট্যকার প্রবাল ব্যানার্জি।
Check Also
আম্বেদকর ইস্যুতে বর্ধমানে তৃণমূলের প্রতিবাদ মিছিল
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করেছে শাসকদল তৃণমূল। সংসদের …
Social