সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ কেউ বলে দধিকাদু, কেউ বা নন্দোৎসব আবার কেউ বলে নারকেল খেলা। জন্মাষ্টমী উপলক্ষে পূজার্চনার পাশাপাশি মঙ্গলবার জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে মাতল আপামর ইটাহারবাসী। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার নির্ভয়পুর গ্রামের মানুষ নন্দোৎসব উপলক্ষ্যে নারিকেল খেলা সহ মটকা ভাঙায় মাতলো। প্রতিবছরের মত এই বছরেও নির্ভয়পুর হরিবাসর কমিটির পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণ মাঠে এই খেলার আয়োজন করা হয়। এখানে গ্রামের কচিকাঁচা থেকে শুরু করে সকল বয়সের পুরুষরা কাঁদা জলে নারিকেল সহ বিভিন্ন ফল একে অপরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেলার ছলে কাঁদা মাখিয়ে অনন্দে মেতে উঠে।
রীতি মত এই খেলার পর যে জয়ী হয় সে ফলটি পায়। পূর্ব পুরুষদের আমল থেকে এই দধিকাদু বা নন্দ উৎসবের আয়োজন করা হয় গ্রামে জন্মাষ্টমীর পরের দিন হয় বলে জানান গ্রামের বাসিন্দারা।
Social