নদীর জলস্তর বাড়তে থাকায় জলমগ্ন সুন্দরপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম

Burdwan Today
1 Min Read

   তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ  মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, বৈদ্যনাথপুর, কথায় সহ বেশ কিছু এলাকা প্লাবিত। প্রসঙ্গত লাগাতার বৃষ্টির কারণে ময়ূরাক্ষী ও কানাময়ূরাক্ষী নদীতে জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় প্লাবনের চিত্র উঠে আছে।

   বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলে একাধিক গ্রামের পাশাপাশি বিঘার পর বিঘা ধানিজমি বর্তমানে জলের তলায়। গ্রামের প্রধান সড়ক থেকে শুরু করে গোটা গ্রামে বন্যার জলে ঢুকতে থাকায় ব্যাপক আতঙ্কিত এলাকার আট থেকে আশি। এলাকার বেশ কিছু বাড়িতে ইতিমধ্যে বন্যার জল ঢুকতে শুরু করেছে যার জেরে চরম বিপন্নতার সঙ্গে দিন কাটাতে হচ্ছে সুন্দরপুরের বেশ কিছু গ্রামবাসীকে। গ্রামবাসীরা চোখের পলক না ফেলে এখন বর্তমানে রাতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে জল কমানোর আশায়। এরকমভাবে জলস্তর বাড়তে থাকলে আগামী দিনে ভয়ানক বন্যা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *