নিখিল কর্মকার, নদীয়াঃ যশ সম্পর্কে নদীয়াবাসীর পক্ষে স্বস্তির খবর হতে চলেছে ক্রমশ। আবহাওয়া দপ্তর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে ঘূর্ণিঝড় “যশ” ল্যান্ডফল করতে পারে উড়িষ্যার বালাসোর-এ। সেখান থেকে উড়িষ্যা-বাংলা বর্ডার হয়ে গতি কমিয়ে ঝাড়খন্ডের দিকে গিয়ে এই ঝড় থামার সম্ভাবনা। তবে অসাবধান হলে চলবে না। সমস্ত রকম সতর্কতা নিয়েই থাকতে হবে। কারণ, কিছুটা হলেও প্রভাব পড়বে। চলবে বৃষ্টিপাত।