ঝিলিক দাস, বীরভূমঃ মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর প্রাথমিক বিদ্যালয় ও চরিচা পঞ্চায়েতের রাসপুর প্রাথমিক বিদ্যালয়, দোবান্দি প্রাথমিক বিদ্যালয় ও নিমদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে নিয়ে অডিও স্পিকারের মাধ্যমে পড়াশোনা শুরু করা হয়েছে। আপাতত প্রতিটি স্কুলের ২৫ জন করে মোট ১০০ জন ছেলেমেয়ে এই স্পিকারের মাধ্যমে পড়াশোনা শুরু করেছে। জানা যায় চারটি স্কুলের পাঠ্যরত ছাত্রছাত্রীদের প্রতিটি পাড়ায় গিয়ে শিক্ষকদের পক্ষ থেকে একটি করে স্পিকার কিনে দেওয়া হয়েছে। যার মাধ্যমেই ছেলেমেয়েরা প্রথমে অডিও রেকর্ড শুনছে। তারপর তার মধ্যে থেকে শিক্ষকদের দেওয়া প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে। আর এই পদ্ধতির মাধ্যমেই দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর গরীব ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে।
এই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত অধিকারী, আনন্দ বাগদি, সুশান্ত দাস, উৎপল ঘোষ, বিকাশ মণ্ডল ও এহেসান আলি। অডিও স্পিকারের মাধ্যমে এক এক দিন এক একটি বিষয়ের ওপর শিক্ষকরা অডিও বানিয়ে পৌঁছে দিচ্ছে এলাকার ছাত্রছাত্রীদের হাতে। আর সেই অডিও শুনেই প্রশ্নের উত্তর তৈরি করছে বাচ্চারা। শুধুমাত্র প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পড়াশোনা নয়, পাশাপাশি পরিবেশ সংক্রান্ত প্রশ্ন ও অডিও দেওয়া হচ্ছে বাচ্চাদের।
Social