নিখিল কর্মকার, নদীয়াঃ পারিবারিক অশান্তির জেরে সৎ বাবা তার মেয়েকে ধারালো অস্ত্র কোপ দেয়ার অভিযোগ উঠলো কল্যাণী ২ নম্বর আনন্দনগরে । মেয়েটি বর্তমানে জেএনএম কল্যাণী হাসপাতালে ভর্তি । জানা যায় মেয়েটির বিয়ে হয়েছে ১০ দিন আগে পাশেই একটি গ্রামে ,মেয়ের নাম দীপা ভক্ত বয়স ১৮ ,পিতার নাম সুভাষ ভক্ত বয়স ৫৫। বিয়ের পর সে তার বাবার বাড়িতে আসে। মঙ্গলবার রাতে তার সৎ বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন, তারপরই মেয়ের সাথে বচসা শুরু হয় , তখনই তার বাবা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেয় বলে অভিযোগ । পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ করেন কল্যাণী থানায় । ঠিক কী কারণে মেয়েকে এই কোপ তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ ।
Check Also
বন্ধ কারখানার আবাসনে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো …
Social