টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কেন্দ্রীয় সরকার হলমার্ক সোনার গহনার উপর নতুন করে কিছু আইন লাগু করেছে। এর জেরে স্বর্ণ ব্যবসায়ীদের উপর খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। স্বর্ণ শিল্পের এই নতুন আইনের বিরুদ্ধে ধর্মঘটে নেমেছে স্বর্ণব্যবসায়ীরা। সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ‘বর্ধমান সদর স্বর্ণ শিল্পী ওয়েলফেয়ার সমিতি’ ধর্মঘটে সামিল হয় সোমবার।
সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ কোনার বলেন, করোনা আবহে প্রায় এক বছরের উপর লাভের মুখ দেখেনি স্বর্ণ ব্যবসায়ীরা। তার উপর কেন্দ্রীয় সরকারের হলমার্কে নতুন আইনের জেরে খরচ বাড়বে, এতে আরও ক্ষতির মুখে পরবে ব্যবসায়ীরা। অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে।
Social