ঝিলিক দাস, বীরভূমঃ দ্বারকা নদীর কজওয়েতে ফাটল দেখায় গাড়ি পারাপার বন্ধ করলো প্রশাসন। আঙ্গারগড়িয়া থেকে গনপুর যাওয়ার রাস্তায় পুরাতনগ্রাম ও সেকেড্ডা গ্রামের মাঝে দ্বারকা নদীর কজওয়েতে হঠাৎ ফাটল দেখা যায় বৃহস্পতিবার সকালে।
তারপরেই দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ওই কজওয়ের ওপর দিয়ে পারাপার বন্ধ করে দেওয়া হয়। পারাপার করতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য দুই পাশে দাঁড় করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার। ফলে সমস্যায় পরতে হয়েছে দুই পারের গ্রামবাসীদের। এখন ঝুঁকি নিয়েই চলছে বাইক, টোটো ও পায়ে হেঁটে পারাপার। ফলে সমস্যায় এলাকার মানুষ।
Social