Breaking News

দেহ সৎকার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ২ ব্যক্তির

নিখিল কর্মকার, নদীয়াঃ হনুমানের দেহ সৎকার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির, নিখোঁজ আরও একজন। বুধবার ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া ব্লকের ভেবোডাঙায়। মৃতের নাম তন্ময় রায়, বয়স ৪০ বছর। অপর নিখোঁজ ব্যক্তির নাম শুভঙ্কর ভট্টাচার্য। দুইজনেই ধুবুলিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ধুবুলিয়ার ৫-৬ জন ব্যক্তি একটি হনুমানের মৃতদেহ সৎকার করতে  নাকাসিপাড়া ব্লকের ভেবো ডাঙ্গার ভাগীরথীর ঘাটে গিয়েছিলেন। সৎকারের পরে ভাগীরথীতে স্নান করতে গিয়ে তন্ময় রায় ডুবে যায়,তাঁকে বাঁচাতে গিয়ে শুভঙ্কর ভট্টাচার্য্যও নিখোঁজ হয়ে যায়। তাঁদেরকে খুঁজতে জলে নামে টোটন দত্ত। সে খুঁজে না পেয়ে পাড়ে উঠে পড়ে।

 পরে প্রশাসনের তৎপরতায় তাঁদের খুজতে ডুবুরি নামানো হয়। রাত ন’টার পর তন্ময়ের দেহ উদ্ধার করে বেথুয়াডহড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার শুভঙ্কর ভট্টাচার্যের  দেহ উদ্ধার হয় ।

About Burdwan Today

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *