প্রবীর মণ্ডল, বর্ধমানঃ রাধা কৃষ্ণের প্রেমের উৎসব ছাড়াও অন্য এক মাহাত্ম্য রয়েছে এই ঝুলনযাত্রায়। পূর্ব বর্ধমানের বর্ধমানের দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীগ্রামে বিভিন্ন মোড়ে মোড়ে বসেছে ঝুলন। একাদশীতে থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই ঝুলনযাত্রা শনিবার ছিল তার চতুর্থ দিন। এদিন দেখা যায় ছোটরা কেউ শ্রীকৃষ্ণের সাজে কেউবা রাধার সাজে কেউবা গৌর নিতাই সাজে সকলকে আনন্দ দিচ্ছে। ৮ থেকে ৮০ সবাই এসে শ্রীকৃষ্ণের দর্শন করে। পাশাপাশি করোনা হার মানাতে পারলো না ছোটদের এই উৎসাহে।
উদ্যোক্তা তাপস রায় জানান, বর্তমান সময়ে ছোটরা ফোনমুখী হয়েছে কেউ পাবজি কেউবা ফ্রী-ফায়ার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। তাই এই পরিস্থিতিতে সকলকে একটু আনন্দ দিতে বাচ্চাদেরকে এই সাজে সাজিয়ে আমরা ঝুলন যাত্রার আয়োজন করেছি। এতে বাচ্চারাও যেন আনন্দ পাচ্ছে তেমনি সকলেও আনন্দ পাচ্ছে।
Social