নিখিল কর্মকার, নদীয়াঃ দুর্নীতির প্রতিবাদ করায় এক আইনজীবী এবং প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ভাঙচুর এবং বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার গোরাচাঁদ তলা এলাকায়। সূত্রের খবর চাকদহ গোরাচাঁদ এলাকার বাসিন্দা সঞ্জিত কুমার বিশ্বাস প্রাক্তন রেলকর্মী। তার ছেলে আনন্দ বিশ্বাস পেশায় আইনজীবী। অভিযোগ তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থক পার্থ প্রতিম দে এবং তার ভাই শুভাশিস দে দীর্ঘদিন ধরেই এলাকায় দুর্নীতি করে চলেছে। ব্যাংক ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। মূলত তার প্রতিবাদ করায় এর আগেও ওই আইনজীবী বাড়ি লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ ছিল।
সোমবার রাতে ওই আইনজীবীর বাড়ি লক্ষ্য করে পুনরায় বোমাবাজি করে বলে জানা যায়। বাড়ির একাংশ ভাঙচুর চালানো হয় এবং বোমার আঘাতে বাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাদের অভিযোগ পুলিশকে জানিও কোন লাভ হয় না। চাকদহ থানা মূলত দুষ্কৃতীদের মদত দিয়ে চলেছে। এই অভিযোগ তুলে চাকদহ বনগাঁ রাজ্য সড়ক দীর্ঘক্ষন অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবশেষে চাকদাহ থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা।
Social