তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্বিতীয়বারের জন্য দুয়ারে সরকার শিবির খোলা হয়েছে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে। শনিবার কান্দি পৌরসভার তিন (৩) নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকদের জন্য কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজে দুয়ারে সরকারের শিবির খোলা হয়েছিল। কান্দি রাজা বিরেন্দ্রচন্দ্র কলেজের দুয়ারের সরকার শিবির পরিদর্শনে যান কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার।
দুয়ারে সরকারের শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপূর্ব বাবু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দ্বিতীয় দফার দুয়ারে সরকার শিবিরে কান্দি পৌর নাগরিকদের ব্যাপক সাড়া মিলছে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা এই দুয়ারে সরকারের শিবির থেকে নিতে পৌর নাগরিকরা দুয়ারে সরকারের শিবিরে ভিড় জমাচ্ছেন স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে। কান্দিতে দুয়ারে সরকারের ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের কাছে।
Social