কৃষ্ণ সাহা, রায়নাঃ রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়ার নতুন উদ্যোগ দুয়ারে জাতিগত শংসাপত্র। ইতিপূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সাফল্য অর্জন করেছিল। দুয়ারে সরকার কর্মসূচির একটি অঙ্গ ছিল জাতিগত শংসাপত্র। তাই এবার রায়না বিধানসভার রায়না দুই নম্বর ব্লকের পক্ষ থেকে প্রায় তিন হাজার জনকে বাড়ি বাড়ি গিয়ে কাস্ট সার্টিফিকেট প্রদানের কর্মসূচি গ্রহণ করা হল। এদিন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়া আরুই গ্রাম পঞ্চায়েতের আলমপুর গ্রামের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন। এদিন ৩০০০ জনকে জাতিগত শংসাপত্র পৌছে দেওয়া হবে বলে জানান বিডিও অনিষা যশ।
ইতিপূর্বে প্রশাসনিক দপ্তরের ঘুরে ঘুরে কাস্ট সার্টিফিকেট পেতে হিমশিম খেতে হতো সাধারণ মানুষকে। পরিবর্তে এবছর ঘরে বসে মানুষ পেয়ে যাচ্ছে কাস্ট সার্টিফিকেট। বেশ কিছুদিন ধরেই চলবে এই কর্মসূচি। এসডিওর সই হয়ে গেলেই নতুন কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে সাধারন মানুষ। প্রথম দফায় আলমপুরের পর কামারহাটি তে দুয়ারে সার্টিফিকেট কর্মসূচির উদ্বোধন করেন এসডিও। এদিনের দুয়ারে জাতিগত শংসাপত্র প্রধান কর্মসূচি তে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা, এস ডি ও কৃষ্ণেন্দু কুমার মন্ডল সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা যশ, যুগ্ম আধিকারিক পার্থসারথি রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আনসার আলী খান, অঞ্চলের প্রধান সঞ্জয় পড়েল থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা।
Social