টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুঃস্থ মুসলিমের বাড়ি হিন্দুর আশ্রয়। এ যেন এক সিনেমার কাহিনী মনে হলেও এটাই বাস্তব। ঘটনাটি বর্ধমানের বড়শুল এলাকার। করোনা কালে সমস্ত কাজ কর্ম বন্ধ থাকায় নিজেদের সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছন গোটা দেশের মানুষ সেখানে দাঁড়িয়ে নিজের সংসারে অভাব থাকা সত্বেও এক দুঃস্থ মানুষকে রেখে তার খাওয়া দাওয়া সহ সমস্ত দেখভাল করে নজির সৃষ্টি করলো হায়দার আলী।
হায়দার আলী নিজেই একজন দুঃস্থ হওয়া সত্বেও অপর একজন দুঃস্থ মানুষের কষ্টের কথা ভেবে তাকে নিজের বাড়িতে আশ্রয়ের পাশাপাশি খাওয়া দাওয়া সবই করাচ্ছেন হায়দার। তবে হায়দার আলীর আপ্যায়নে মুগ্ধ বাঙ্গালি বাবু গৌরাঙ্গ কর্মকার। দুঃস্থ হায়দারের এই কর্মকাণ্ডে আপ্লুত হয়ে হায়দারের হাতে চাল, ডাল সহ এক মাসের খাবার তুলে দিলেন বড়শুল কিশোর সংঘ। কিশোর সংঘের সদস্যরা এসে এই খাদ্য সামগ্রী তুলে দেন তার হাতে।
Social