সৌরভ আদক, সিঙ্গুরঃ ১৬ মার্চ বুধবার সিঙ্গুরের কয়েকজন পড়ুয়া যুবক-যুবতী নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে দুঃস্থ পরিবারে হাতে পৌঁছে দিল খাদ্য সামগ্রী। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত কয়েকটি অঞ্চলে ঘুরে ১৫০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী এই তুলে দেয় সৌম্যদীপ, রুস্তম, সন্দীপ, সৌপ্তিক, সায়ন, সন্ধ্যাদিরা।
এই দলেরই একজন যুবক রুস্তম ঘোষের মতে, “কোন মানুষ যাতে খালি পেটে না ঘুমায় তার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা, আগামী দিনও এভাবেই মানুষের পাশে থাকতে চাই”,এই দলেরই আরও একজন যুবক সৌম্যদীপ পাকিরার মতে “দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত,ওটাই আমাদের পরম প্রাপ্তি, আগামী দিনে আমরা সাধ্যমত এভাবেই পাশে থাকব।”
Social