টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স সমিতির পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমান শহরের আলিশা বাসস্ট্যান্ডে মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখায়। তাছাড়া অত্যাধিক ভাড়া বৃদ্ধি নিয়েও অবস্থান বিক্ষোভে সামিল হন তারা।তাদের মূলত দাবি শহরের ভিতরে বেআইনিভাবে বাস চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে, জিটি রোডের উপরে টোটো চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও আরও অন্যান্য দাবি নিয়ে তারা সরব হয় এদিন। তাদের দাবিগুলো যদি মানা না হয় অবিলম্বে তারা রাস্তায় বাস চালানো বন্ধ রাখবে বলে জানান তারা।
এদিন তারা হাতে পোষ্টার ধরে অবস্থান বিক্ষোভে সামিল হন পোষ্টারে লেখা একটাই শ্লোগান লেখা ‘দিদি আমাদের বাঁচান।’
Social