টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সময় যত যাচ্ছে রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির হাওয়া ততই বাড়ছে। দাদা ও দিদির লড়াইয়ে দিদিকে ছেড়ে দাদার দলে ঝুঁকছে সকলেই। বাদ যাচ্ছে না পূর্ব বর্ধমান জেলাও। বৃহস্পতিবার সন্ধ্যায় খন্ডঘোষ ব্লকের প্রাক্তন তৃণমূল নেতা কর্মীরা যোগ দিলো বিজেপিতে। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্ধমানে বিজেপির সদর জেলা কার্যালয়ে। খন্ডঘোষের তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি সহ পঞ্চাশেক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছে বলে জানান বিজেপির সদর জেলা সাধারণ সম্পাদক সৌমরাজ ব্যানার্জী। এতে খন্ডঘোষ বিধানসভায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও বাড়লো বলে দাবী করেন তিনি।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social