ঝিলিক দাস, বীরভূমঃ যতই ভোট এগিয়ে আসছে ততই যেন টান পড়েছে গেরুয়া শিবিরে।এবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০-৬০ জন কর্মী সমর্থক। বিজেপির প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। এই দল বোদলের ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া বিধানসভা অঞ্চলের হরিশাড়া গ্ৰাম পঞ্চায়েতে। হরিশাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মন্ডল জানান বিজেপির পঞ্চায়েত অঞ্চল সহ-সভাপতি স্বপন বাউড়ির হাত ধরে আজ প্রায় ৫০ জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। বিজেপির কোন উন্নয়ন নেই গ্যাসের দাম বেড়েছে প্রচুর। মানুষের কাছে বিজেপির কোন উন্নয়নের কথা বলার নাই বিজেপির আছে শুধু জয় শ্রীরাম বাণী কিন্তু তৃণমূল কংগ্রেসের উন্নয়ন শেষ নেই সেই দেখেই স্বপন বাউড়ি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
Check Also
স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে জেলায় নতুন চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে
টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি …