দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে মুহূর্ত রোগীর প্রাণ সেই কথাকে মাথায় রেখে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের শিহার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেনের নেতৃত্বে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানটি শুভ সূচনা প্রদীপ প্রজ্জ্বলন ও মোমবাতি জ্বালিয়ে শুভ আরম্ভ করেন বিশ্বজিত সেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুরের ভারপ্রাপ্ত থানার আধিকারি মানস চ্যাটার্জি, কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্যা, কোতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ, আই এন টি টি ইউ সি সভাপতি মান্নান শাহ, আরও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই রক্তদান শিবিরে মোট রক্তদাতা সংখ্যা ছিল ৬০ জন।