টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল। আজ থেকে সাংসদে তৃণমূলের অন্যান্য এমপি দের সাথে একসাথে কাজ করবেন তিনি। দিল্লি থেকে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, আমি তো তৃণমূল থেকে পদত্যাগ করিনি, আমি তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের আগে দলবদল করে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের এই সাংসদ। কিন্তু নির্বাচনে বিজেপি এরাজ্যে আশানুরূপ ফল করতে পারেননি। তার পরেই সুনীল মন্ডলকে একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে ফেলতে দেখা যায়। বার কয়েক মুকুল রায়ের সাথে বৈঠকও করেন সুনীল বাবু। তবে কেন বিজেপি ছাড়ছেন এই প্রশ্নের কোনো উত্তর দেন নি তিনি। তার বক্তব্য তিনি তৃণমূলেই ছিলেন, তৃণমূলেই আছেন।
সুনীল মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে জেলা নেতৃত্ব অবশ্য সেভাবে কিছু বলতে চায়নি। পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস জানান, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঠিক করবেন কাকে দলে নেওয়া হবে বা হবে না। তারা যাকে যেভাবে দলে নেবেন কর্মীরা তাকে স্বাগত জানাবে।
Social