নিখিল কর্মকার, নদীয়াঃ তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নদীয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। সকালে শ্বাসকষ্ট অনুভব হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। উল্লেখ্য এবারের বিধানসভা নির্বাচনে নদীয়ার শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও পঞ্চম দফার ভোটে শান্তিপুরের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। বেশ কয়েক দিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করায় রেপিড টেস্ট করেছিলেন তিনি। এরপরই তার করোনা পজিটিভ ধরা পড়ে। এতদিন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।গতকাল রাত থেকে তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় এদিন সকালে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অক্সিজেন এবং সেলাইন দেওয়া হয়েছে তাকে।
Social