নিখিল কর্মকার, নদীয়াঃ ভোটে হেরে গেলও আমি সাধারন মানুষের মনিকোটায় রয়েছি, এটাই আমার জয়। তাই সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মূলত নিজের উদ্যোগেই কমিউনিটি কিচেন খুললেন তৃণমূলের তারকা নেত্রী কৌশানী মুখার্জী। যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা কমিউনিটি কিচেন।নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার প্রায় ২০০ জন প্রতিদিন বিনামূল্যে এই কমিউনিটি কিচেনের খাবার পাবেন। কৌশানী মুখার্জী বলেন, মাত্র অল্প কিছু ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি। কিন্তু হেরে গেলেও আমি কৃষ্ণনগর উত্তরের প্রতিটি মানুষের মনের মধ্যে রয়েছি। আর সেটাই আমার জয়। আমি মানুষকে কথা দিয়ে ছিলাম সবসময় তাদের পাশে থাকবো। আর পাশে থাকার এটাই সবথেকে উপযুক্ত সময়। কারণ দীর্ঘদিন ধরে একদিকে করোনা সংক্রমণ তার উপর যশের মত ঝড়ের তান্ডব মানুষকে সর্বশান্ত করে তুলেছে। কাজ হারিয়ে আজ তিন বেলা পেট ভরে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। মূলত সেই দিকে মাথায় রেখেই তার এই উদ্যোগ বলে জানান তিনি।
এর পাশাপাশি বলেন সরকার যেমন রেশন দিচ্ছে ঠিক সেই রকমই কিছু খাবার আগামী দিনে যাতে সকালের বাড়ি পৌঁছে দিতে পারি তারপ্র চেষ্টা চালাচ্ছি। এদিন এই কমিউনিটি কিচেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
Social