টুডে নিউজ সার্ভিস, শালবনীঃ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে এই করোনা মহামারী ও ঘুর্নিঝড় বিপর্যস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র সেই ধারা অনুসরণ করে শনিবার দ্বিতীয় পর্যায়ে প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী, সাবান ও মাস্ক তুলে দিলো শালবনীর কর্নগড় অঞ্চলের ডাঙ্গরপাড়াতে।
তৃণমুল প্রাথমিক শিক্ষক সমিতির চক্র সভাপতি তন্ময় সিংহ বলেন আমরা ৯ জুলাই অন্নদানের মাধ্যামে এই কর্মসূচি সূচনা করে আজ দ্বিতীয় পর্যায়ে মানুষের পাশে থাকার বার্তা দিলাম। এদিনের অনুষ্ঠানের পরিচালনার পাশাপাশি সুব্রত দাস ও সঞ্জয় নামহাতা ধন্যবাদ জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্টজনের পাশাপাশি সঞ্জয় ওঝা, অভয় মিশ্র ও শুভব্রত ভুঁইয়া এবং সদর উত্তর চক্রের শিক্ষক শিক্ষিকাদের।
Social