Breaking News

ঠাকুরবাড়িতে ২২শে শ্রাবণ উদযাপন

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ রবিবার ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই দিবসে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন সরকারের পক্ষ থেকে সুব্রত মুখোপাধ্যায়। তিনি এদিন জানান, যবে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন তবে থেকে বড় ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার বিশেষ অনুষ্ঠান করা হয় এবং সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁকে পাঠানো হয়েছে বলে তিনি জানালেন। তিনি প্রথমে যেখানে কবিগুরুকে সৎকার করা হয়েছে সেখানে তিনি জান এবং মাল্যদান করেন। 

এর পাশাপাশি তিনি জানান, করোনা পরিস্থিতিতে জাঁকজমক করে বাইশে শ্রাবণ অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। গত দুই বছর ধরে এই অনুষ্ঠান মহাসমারোহে করা সম্ভব হচ্ছে না। তার আগে এই অনুষ্ঠান অনেক বড় করে করা সম্ভব হতো এবং প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখার জন্য আসতেন। কিন্তু এখন তা আর করা সম্ভব হচ্ছে না। মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হচ্ছে। তবুও সবকিছুর মধ্যে কবিগুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানানো তা কখনোই বন্ধ হতে পারে না। এমনটাই এদিন জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

About Burdwan Today

Check Also

মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *