দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বিষ্ণুপুর আরামবাগ অহল্যা বাই রাস্তার উপর দিয়ে হাটু সমান জল অসুবিধায় এলাকার মানুষজন যানবাহন চলাচল কিছুটা হলেও ব্যাহত। অপরদিকে রাস্তায় খানাখন্দে ভর্তি মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।দোকানের ভেতর ঢুকে গেছে জল দোকানদাররা দোকানের মালপত্র স্থানান্তরিত করছেন তার ওপর আবার লকডাউন এরপর আবার বৃষ্টিতে মানুষ যেন অতিষ্ঠ হয়ে পড়েছে । রুটি-রোজগারের তলানিতে । সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে কোতুলপুর এর এই মিলমোড় এলাকাটি অল্প বৃষ্টিতেই জলে ডুবে থাকে বাড়ির মধ্যে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা ।বিষ্ণুপুর আরামবাগ এই রাস্তার উপর দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে এটাই একমাত্র শট রুট কলকাতা যাবার কিন্তু রাস্তার উপর জল থাকায় এবং খানাখন্দে ভর্তি থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানাচ্ছে এলাকার মানুষ।
Check Also
ফের জামালপুরে বন্যা কবলিত এলাকায় জেলাশাসক
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের জামালপুর ব্লকে বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে …
Social